গ্র্যামিতে রেকর্ড গড়লেন বিয়োন্সে নোলস


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০১৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা। আর এই তালিকায় সবচেয়ে বেশিবার যাঁর নাম পাওয়া গেছে, তিনি হলেন মার্কিনি সঙ্গীতশিল্পী বিয়োন্সে নোলেস।

এবারও তিনি পাঁচটি শাখায় মনোনীত হয়েছেন। সেই সঙ্গে সবচেয়ে বেশিবার গ্র্যামিতে মনোনীত হওয়ায় রেকর্ডও গড়লেন তিনি। ৫৭ তম গ্র্যামি অ্যাওয়াডে এই নিয়ে তাঁর নাম মনোনয়নের সংখ্যা ৪৬।

তবে এখানেই থেমে থাকতে চান না বিয়োন্সে, তাঁর স্বপ্ন সবচেয়ে বেশিবার গ্র্যামি জিতবেন। কিন্তু সেই মাইলস্টোন ছুঁতে এখনও অনেকটা পথ হাঁটা বাকি আছে তাঁর। কারণ এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার গ্র্যামি জিতেছেন অ্যালিসন ক্রাউস। তাঁর ঝুলিতে গ্র্যামির সংখ্যা ২৭। আর বিয়োন্সের ঝুলিতে আছে ১৭টি। তাই নতুন ইতিহাস গড়তে বিয়োন্সেকে জিততে হবে  আরও ১০টি গ্র্যামি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।