বন্যার্তদের পাশে আনুশকা

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আসাম ও কাশ্মীরের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে তহবিল গঠন করতে নিজের পোশাক নিলামে তুলেছেন তিনি।
এই নিলাম থেকে অর্জিত অর্থের পুরোটাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। ভারতের ই-বে এবং ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (ইইএমএ) যৌথভাবে অনুশকার পোশাক নিলামে তুলেছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে।
জানা গেছে, নিলামে `যাব তাক হ্যায় জান`সহ কয়েকটি ছবিতে আনুশকার ব্যবহৃত জ্যাকেট, টপস, টি-শার্ট ও প্যান্ট স্থান পেয়েছে। এ প্রসঙ্গে আনুশকা বলেন, `কাশ্মীর ও আসামের বন্যাদুর্গতদের জন্য কিছু করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অন্য তারকাদেরও এই নিলাম কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।`
সূত্রটি আরো জানিয়েছে, আনুশকা ছাড়াও এই নিলামে আরো অংশগ্রহণ করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তিনি `রকস্টার` ছবিতে ব্যবহৃত তার কাশ্মীরি পোশাকগুলো নিলামে তুলেছেন। বর্তমানে আনুশকা শর্মা `পিকে` ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি বলিউড অভিনেতা আমির খানের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন। ছবিটি ১৯ ডিসেম্বর মুক্তি পাবে।