বন্যার্তদের পাশে আনুশকা


প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আসাম ও কাশ্মীরের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে তহবিল গঠন করতে নিজের পোশাক নিলামে তুলেছেন তিনি।

এই নিলাম থেকে অর্জিত অর্থের পুরোটাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। ভারতের ই-বে এবং ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (ইইএমএ) যৌথভাবে অনুশকার পোশাক নিলামে তুলেছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে।

জানা গেছে, নিলামে `যাব তাক হ্যায় জান`সহ কয়েকটি ছবিতে আনুশকার ব্যবহৃত জ্যাকেট, টপস, টি-শার্ট ও প্যান্ট স্থান পেয়েছে। এ প্রসঙ্গে আনুশকা বলেন, `কাশ্মীর ও আসামের বন্যাদুর্গতদের জন্য কিছু করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অন্য তারকাদেরও এই নিলাম কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।`

সূত্রটি আরো জানিয়েছে, আনুশকা ছাড়াও এই নিলামে আরো অংশগ্রহণ করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তিনি `রকস্টার` ছবিতে ব্যবহৃত তার কাশ্মীরি পোশাকগুলো নিলামে তুলেছেন। বর্তমানে আনুশকা শর্মা `পিকে` ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি বলিউড অভিনেতা আমির খানের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন। ছবিটি ১৯ ডিসেম্বর মুক্তি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।