ঈদ আনন্দে ভক্তদের সঙ্গে থাকছেন ফেরদৌস-অপু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ জুন ২০২৩

ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে শোবিজের তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাটক সিনেমাও উপহার দেন তারা। এবারের ঈদেও এর ব্যতিক্রম ঘটছে না। দেশীয় চলচ্চিত্র অঙ্গনের তুমুল জনপ্রিয় তারকা ফেরদৌস আহদেম ও অপু বিশ্বাস। তারা ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে থাকেন।

আরও পড়ুন: মায়ের সাথে অপু বিশ্বাস

Fardoush-(2).jpg

ফেরদৌস ও অপু বিশ্বাস আসছে ঈদের বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের নাম ‘আনন্দ মেলা’। ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও অপু বিশ্বাস। এ অনুষ্ঠানে নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে।

Fardoush-(2).jpg

কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে। ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী।

Fardoush-(2).jpg

ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ড্যান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান।

Fardoush-(2).jpg

আরও পড়ুন: শাকিবের হয়ে সম্মাননা নিলেন অপু বিশ্বাস

এছাড়াও ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। ৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

Fardoush-(2).jpg

মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।