সালমার সঙ্গে ‘বন্ধু তোমায় ভালবাসি’ গাইলেন এসআই শাহ আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ এএম, ২২ জুন ২০২৩

এবারের ঈদুল আজহায় ‘বন্ধু তোমায় ভালবাসি’ শিরোনামের একটি গান মুক্তি পেতে যাচ্ছে। গানটিতে কণ্ঠশিল্পী সালমার সঙ্গে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) এস আলম (শাহ আলম)।

এস আলম ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত। এ পর্যন্ত তিনি ১০টি গানে কণ্ঠ দিয়েছেন। গত পাঁচ বছর ধরে তিনি গানে কণ্ঠ দিয়ে আসছেন।

এ বিষয়ে এস আলম জাগো নিউজকে বলেন, কাজের ফাঁকে ভালবাসার জায়গা থেকে গান করার চেষ্টা করছি। এবার সালমার সঙ্গে কণ্ঠ দিলাম। এ গানটি আশা করি সবার ভালো লাগবে।

রোমান্টিক ফোক ধাঁচের এ গানটির গীতিকার মামুন আফনান রুমী। সুর করেছেন আকরাম খান। মিউজিকে ছিলেন প্রত্যয় খান।

এরই মধ্যে গানের সব প্রক্রিয়া শেষে সম্পাদনার কাজ চলছে। ঈদের আগেই দর্শক-শ্রোতাদের জন্য গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

জেএ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।