নিজ বাড়িতে শাহরুখকে ঢুকতে বাধা!


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৪

কেউ যদি নিজ বাড়িতে প্রবেশ করতে না পারে, এর চেয়ে বিস্ময়ের আর কী হতে পারে। কিন্তু এমনটাই ঘটল বলিউড সুপারস্টার শাহরুখ খানের বেলায়। তাকে তার প্রাসাদসম বাংলো মান্নাতে ঢুকতে দেয়া হচ্ছিল না।

শাহরুখকে তার নিজ বাড়িতে ঢুকতে না দেয়ার ঘটনাটি অবশ্য সত্যিকার অর্থে ঘটেনি, ক্যামেরার রিলে ঘটেছে। শাহরুখ বর্তমানে মনিষ শর্মা পরিচালিত ফ্যান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। আর দৃশ্যের প্রয়োজনেই ফ্যান হিসেবে তাকে সুপারস্টারের বাংলোতে ঢুকতে বাধা দিচ্ছিল কয়েকজন সিকিউরিটি গার্ড এবং পুলিশ। এরই মধ্যে অনলাইনে কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে।

ছবিতে শাহরুখকে তার আগের দিনগুলোর মতো দেখাচ্ছিল। সাধারণভাবে চুল কাটা এবং খুবই সাদামাটা পোশাক ছিল পরনে। তিনি একজন অনুরাগী ভক্তের রুপে এই সিনেমায় অভিনয় করেছেন যে তিনি সেই সুপারস্টারের সাথে দেখা করতে মরিয়া।

শাহরুখ যখন তার বাংলোর দরজায় শুটিং করছিলেন, তার ছোট ছেলে আবরামকেও দেখা যায় তার বাবার শুটিং দেখতে। ছোট আবরাম অবশ্য এরই মধ্যে অভিনয়জগতে পা রেখেছে ফারাহ খান পরিচালিত হ্যাপি নিউ ইয়ার সিনেমার মাধ্যমে।

উল্লেখ্য, আদিত্য চোপড়া প্রযোজিত ও মনিষ শর্মা পরিচালিত ফ্যান সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১৪ই আগস্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।