এইডস বিরোধী প্রচারে শ্রুতি


প্রকাশিত: ০২:৪০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির রানি শ্রুতি হাসান এতদিন পর্যন্ত শুধুমাত্র অভিনয়ই করেছেন এবং প্রচারের আলোয় থেকেছেন কিন্তু সমাজ সচেতনতামূলক কোনও কাজে নিজেরে জড়াননি। এবার সেদিকেও ঝুঁকলেন তিনি।

এইডসের মতো মরণব্যাধির প্রচারনামূলক অনুষ্ঠান টেকএইডসে অংশ নিয়েছেন তিনি। সরাসরি অবশ্য মাঠে নামবেন না। তবে এইডসের সম্পর্কে একটি সচেতনতামূলক অ্যানিমেটেড ভিডিওতে কণ্ঠ দিয়েছেন তিনি। এই ভিডিওটি ইংরেজি, তামিল ও তেলুগু এই তিন ভাষাতেই প্রচারিত হবে।

এই ধরনের প্রচারমূলক কাজে শ্রুতির মতো জনপ্রিয় মুখকে বেছে নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবেই। প্রচারের স্থান যখন দক্ষিণ তখন সেখানকার কোনও পরিচিত মুখকেই প্রচারকাজে ব্যবহার করা বাঞ্ছনীয়। তাই এই জায়গাটি পেয়েছেন শ্রুতি। আর অভিনেত্রী হিসেবে শ্রুতিরও ঝুলিতে একটা জন সচেতনতামূলক কাজে যুক্ত থাকার পালক যোগ হল। এটাও তাঁর পিআর তৈরির ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।