বিরঙ্গনার চরিত্রে মম


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

বিরাঙ্গনার চরিত্রে অভিনয় করছেন লাক্স সুপারস্টার মম। মুক্তিযুদ্ধের সময় নিজের ত্যাগ দিয়ে এনেছেন স্বাধীনতা। শিকার হয়েছিলেন নিষ্ঠুর নির্যাতনের। একাত্তরের স্মৃতি বিস্মৃত বিলাসী কিছু মানুষের কাছে প্রবাসী এক যুবকের কিছু প্রশ্ন। যুবকটি একজন বীরঙ্গনা নারীকে খুঁজছে। ঠিক এরকম একটি স্বপ্নের চরিত্রে মমকে অনেকদিন পর ছোটপর্দায় দেখবেন ভক্তরা।

বিজয় দিবস উপলক্ষে নতুন টেলিফিল্ম নির্মাণ করেছেন ফেরদৌস হাসান রানা। একর বিরঙ্গনার ঘটনা নিয়ে তিনি নির্মাণ করেছেন নক্ষত্র দিন নক্ষত্র রাত শিরোনামের টেলিফিল্মটি।

মম বললেন ,আমাদের মুক্তিযুদ্ধের অজস্র ঘটনা রয়েছে। রয়েছে অনেক স্মৃতি বিজরিত মুহূর্ত। যারা সরাসরি যুদ্ধ না করলেও দেশের জন্য তাদের বিসর্জন ভাষায় প্রকাশ করার নয়। সারাবছর তো দেশ নিয়ে নাটক করা হয় না। তাই বিজয়ের মাসে সেই সুযোগটা হাত ছাড়া করিনি।

আজ এটিএন বাংলায় রাত ৮টায় প্রচারিত হবে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন, সজল, মম, সৈয়দ হাসান ইমান, দিলারা জামান, ইরফান সাজ্জাদ, পায়েল, সাজু, বাহার, নূপুর, সিদ্দিক, রিনা রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।