নতুন নাটকে পূর্ণিমা


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৬

এখন আর নিয়মিত চলচ্চিত্রে দেখা যায় না এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। কালে ভদ্রে তিনি হাজির হন ছোট পর্দায়। এর বাইরে বর্তমানে নায়িকা স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’ নিয়েই ব্যস্ত রয়েছেন।

খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন পূর্ণিমা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো খবর এখনো মেলেনি। তবে পূর্ণিমার ভক্তদের জন্য দারুণ এক খবর হলো- ‘লাভ অ্যান্ড কোং’ নামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন মাসুদ সেজান।

purnima

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার আগে শেষবারের মতো একটি সুন্দর স্থানে বেড়াতে আসেন একজোড়া দম্পতি। সেখানেই আবার মধুচন্দ্রিমা যাপনে আসেন এক নতুন দম্পতি। আবিষ্কার হয় নতুন কিছুর। সম্পর্কের টানাপোড়েনে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা। এমন গল্প নিয়েই ‘লাভ অ্যান্ড কোং’ নাটকটি নির্মিত হচ্ছে।’

পূর্ণিমা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করছেন মাহফুজ আহমেদ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। এটি প্রচারিত হবে এনটিভিতে।

ঈদের জন্য নির্মিত ৭ পর্বের ধারাবাহিক এই নাটকটি শুটিং চলছে বর্তমানে মৌলভীবাজারে।

এনই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।