রুবেল-হ্যাপির সর্বশেষ ফোনালাপ ফাঁস (অডিও)
রুবেলের সাথে স্বামী-স্ত্রীর মতোই থাকতাম। রোববার রাতে রেডিও ঢাকা এফএমে এসে অন্ধকারের গল্পে নিজের এবং রুবেলের কাহিনী নিজ মুখে বলতে গিয়ে এমনটাই দাবি করলেন হ্যাপি।
জাতীয় দলের পেসার রুবেলের সঙ্গে সম্পর্ক এবং এর জের ধরে থানায় ধর্ষণ মামলার পর থেকেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হনআলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। রোববার ঢাকা এফএমের অন্ধকারের গল্পে হ্যাপি জানালেন, রুবেলের সাথে কীভাবে সম্পর্ক হয়েছে, গভীরতা কতদূর গিয়েছিল। একই ফ্ল্যাটে তারা কীভাবে থাকতেন। এরপর কীভাবে আবার দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে।
যদিও মামলার পর হ্যাপি শর্ত দিয়েছিলেন, রুবেল তাকে বিয়ে করলে তিনি মামলা তুলে নেবেন। কিন্তু এখন আর রুবেলকে বিয়ে করতে চান না। বরং প্রতারণার কারণে যেন রুবেলের কঠোর শাস্তি হয়, সেটাই চান তিনি।