দিনার-নওশীনের মায়ার বাঁধন
অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত হয়েছে মেগা ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’। এই ধারাবাহিকটি আগামী ৬ মে থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে।
প্রতি ২৬ পর্বে নতুন শিরোনামের গল্পে প্রথম শুরু হচ্ছে ‘মায়ার গল্প’ নাটকটি। নাটকে অন্যতম দুটি চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও নওশীন।
গল্পে দেখা যাবে রিতু (নওশীন) ধনী পরিবারের মেয়ে। বাবার ব্যবসা দেখাশুনা করে। আনিসকে (ইন্তেখাব দিনার) রিতু ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু দু’জনের কোনো কারণে সম্পর্কটা ভালো যায় না। সেপারেশনে যায় দু’জনে।
তাদের ঘরে ৭/৮ বছরের মেয়ে মায়া। সে আবার অটিস্টিক। নানান টানাপোড়নে এগুতে থাকে গল্প। কোনো পরিবারে একটি অটিস্টিক সন্তান থাকলে কেমন আচরণ করা উচিৎ গল্পে তা ফুটে উঠেছে।
শাহ আসিফুল আবেদের গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন। ফারস্পিড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘মায়ার গল্প’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৈয়দ হাসান ইমাম, নওশীন, মনিরা মিঠু, মম মোরশেদ, শবনম ফারিয়া, আসিফ স্বরূপ, জেরিন, প্রোনিল, হানিফ পালোয়ান ও মায়া চরিত্রের শিশু শিল্পী অহনা।
সুস্ময় সুমন বলেন, ‘বাংলাদেশে এই প্রথম অটিস্টিক শিশুদের গল্প নিয়ে একটি মেগা ধারাবাহিক নির্মিত হয়েছে। একেবারেই ভিন্নধারার কিছু গল্প এই ধারাবাহিকে ফুটে উঠবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নাটকের প্রতি ২৬ পর্বের পর পর নতুন গল্প শুরু হবে। বিরতিহীনভাবে চলা এই ধারাবাহিকটি পরবর্তী যে গল্প শুরু হবে সেটাও কিন্তু অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটি করছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান ফারস্পিড এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আসিফুল আবেদ বলেন, ‘আমাদের সমাজের একটি নীরব বিষয় অটিজম। অনেক পরিবারের মানুষ জানেনই না তার সন্তানটি যে অটিস্টিক। তাই একেবারেই সামাজিক দায়বদ্ধতা থেকে এই বিষয়টিকে উপজীব্য করে নাটক তৈরি করার পরিকল্পনা করি। আমাদের বিশ্বাস ‘মায়ার বাঁধন’ ধারাবাহিকটি বাংলাদেশের নাট্যাঙ্গণে নতুন মাইলফলক তৈরি করার পাশাপাশি ভিনদেশীয় চ্যানেল প্রীতি দূর করা এবং বাংলাদেশের নাটককে অধিক জনপ্রিয় করতে বিরতিহীনভাবে এই নাটকটি প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।’
‘মায়ার বাঁধন’ আগামী ৬ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।
এলএ/আরআইপি