অ্যাকশন জেসমিনের নটিগার্ল (ভিডিও)
ইফতেখার চৌধুরী পরিচালিত ছবি অ্যাকশন জেসমিন এর গান নটিগার্ল সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি।
শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যে প্রথমবারের মতো দেখা যাবে তাকে। ছবিতে ববি একজন দুঃসাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন।
ছবিটির প্রসঙ্গে ববির ভাষ্য, এই ধরনের চরিত্রে অভিনয় করা খুবই কষ্টকর। কিন্তু এই ছবিটি আমার প্রথম অ্যাকশনের তাই কষ্ট হলেও আমার কাছে কষ্ট মনে হয়নি। একটি সুন্দর ছবির জন্য যে কোন ধরনের কষ্ট করতে আমি প্রস্তুত।
ছবিটিতে ববির সহশিল্পী হিসেবে আরও রয়েছেন- সায়মন, মিশা সওদাগর, কাবিলা প্রমুখ।