রক্তে যোগ দিলেন অমিত হাসান


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ মে ২০১৬

দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’তে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা অমিত হাসান। ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে গিয়ে গতকাল রোববার (১৫ মে) অমিত হাসান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ ও আরো অনেকেই।

এ বিষয়ে অমিত হাসান বলেন, ‘আবারো আজিজ ভাইয়ের সঙ্গে, আবারো জাজের প্রযোজনায়। আশা করছি এবারো দারুণ কিছু হবে।’

তবে রক্ত ছবিতে নিজের চরিত্রটি নিয়ে মুখ খুলেননি তিনি। বললেন, ‘চরিত্র রহস্য দর্শকরা হলে গিয়েই জানতে পারবেন।’

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ ব্যানারে নির্মিত হচ্ছে ‘রক্ত’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করছেন একসময়ের জনপ্রিয় পরিচালক মালেক আফসারী। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়ক রোশানের।

পাশাপাশি এই ছবি দিয়েই প্রথমবারের মতো জাজের ছবিতে নাম লেখালেন ঢাকাই ছবির আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি।

ছবিটি আসছে কোরবানী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।