আমি বড় পর্দার জন্য অপ্রস্তুত : টয়া


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

মডেল অভিনেত্রী মুমতাহিনা টয়া বন্ধুমহলে টমবয় হিসেবে পরিচিত। এখন চেষ্টা করে যাচ্ছেন পর্দায় অভিনেত্রী হিসেবে নিজের অালাদা একটা জায়গা তৈরি করে নিতে।

লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ২০১০ সালে টয়া হয়েছিলেন চতুর্থ। পরে বেশ কিছু নাটকে কাজ করেছেন। তবে টয়ার ট্রাম্পকার্ড যেটি দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন তা গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুবাদে। ওই বিজ্ঞাপনে অনন্ত জলিলও ছিলেন। এখন মডেলিং অার অভিনয় দুটোই সমানভাবে চলছে। তবে অভিনয় করতেই বেশি পছন্দ করেন। অভিনয় সম্পর্কে ভীষণ সচেতনও তিনি।

জানালেন, পর্দায় নিজেকে দেখে ভুলগুলো খোঁজার চেষ্টা করেন। অার এখন ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও বড় পর্দার জন্য অপ্রস্তুত। বললেন, অাসলে অভিনয়টা অামার এখনও পুরোপরি শেখা হয়নি। তাই মাঝে মাঝে আফসোস হয়- কেন অাগে মঞ্চে যুক্ত হইনি। তবে এটাও ঠিক এখন চেষ্টা করে যাচ্ছি চারপাশ থেকে চরিত্রের প্রয়োজনে শিক্ষাটা গ্রহণ করতে। ভালো কিছু কাজ করতে চাই। যেন দর্শকের মনে জায়গা করে নিতে পারি।

তার অভিনীত এখন দুটো ধারাবাহিকের কাজ চলছে। একটি আফসানা মিমির পরিচালনায় ডলস হাউজ ২: সাতটি তারার তিমির এবং অন্যটি ইমরাউল রাফাতের রাব্বু ভাইয়ের বউ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।