মুক্তির আগেই ইউটিউবে ‘আগলি’
অপেক্ষার দিন শেষ। অবশেষে আজ (২৬ ডিসেম্বর) মুক্তি পেল অনুরাগ কাশ্যপের ছবি ‘আগলি’। কিন্তু মুক্তির আগেই পুরো ছবিটি ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে।
মুম্বইয়ের এক সংবাদপত্রের খবর অনুযায়ী, ‘অনুরাগ কাশ্যপের ছবি ‘আগলি’ হলে দেখানোর আগেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। অনেকেই ইতিমধ্যে এই ছবি ডাউনলোডও করে ফেলেছেন’।
তবে ধারণা করা হচ্ছে ‘আগলি’ ফাঁস হওয়ার পিছনে রয়েছে অন্য কোনও চক্রান্ত। প্রথম থেকে সেভাবে প্রচারে আসেনি ছবিটি। তাই মুক্তির আগে প্রচার পেতে এই কম্মোটি করেছেন অনুরাগ।
কিন্তু ছবির নায়িকা সুরভিন চাওলা এই কথাটি মেনে নিতে রাজি নন তিনি জানিয়েছেন, ‘ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমরা কোনও রাজনীতি করিনি এটা বলতে পারি। এছাড়া আমার মনে হয় অনুরাগ কাশ্যপের নামই যথেষ্ট, ছবির প্রচারের জন্য তাঁকে এতটা নিচে নামার প্রয়োজন হবে না’।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও অনুরাগ কাশ্যপের ছবি ‘ব্ল্যাক ফ্রাইডে’ মুক্তির আগেই ফাঁস হয়ে গিয়েছিল।