সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য অগ্রহণযোগ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে।

ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: বিক্রম মিশ্রি

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিন বছর ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে ব্যাপারে কিয়েভ যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একটি জায়গায় পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে।

ফের পশ্চিমবঙ্গে ডুবলো বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে যাওয়ার পথে বাংলাদেশি একটি জাহাজ ঘোড়ামারা দ্ধীপের কাছে ডুবে গেছে।জাহাজটি থেকে ১৬ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে স্থানীয় নিরাপত্তা কর্মীরা।

বিশ্ব বাজারে টানা সাত সপ্তাহে বাড়লো সোনার দাম

বিশ্ব বাজারে টানা সাত সপ্তাহের মতো সোনার দাম বেড়েছে। মূলত সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে সোনার দাম বৃদ্ধির দিকে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। যা এরই মধ্যে বাস্তবায়নও শুরু হয়েছে। অন্যদিকে পাল্টা পদক্ষেপও আসছে।

গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে উদ্যোগ নিচ্ছে সৌদি আরব

গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশীদেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনিদের ভবিষৎ নির্ধারণে একটি নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আবর। বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে হামলা, নিহত অন্তত ১০

পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাকে বিস্ফোরণের আঘাতে অন্তত ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রদেশটির হারনাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রাশিয়াকে সরিয়ে আমেরিকা হবে ভারতের প্রধান তেল সরবরাহকারী

রাশিয়াকে সরিয়ে ভারতের প্রধান তেল সরবরাহকারী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমানসহ বিপুল সামরিক সরঞ্জাম কেনারও পরিকল্পনা করছে ভারত।

ট্রাম্প-পুতিন আলোচনায় দুশ্চিন্তা বাড়ছে ইউক্রেন-ইউরোপের

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের এ ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপকে কিয়েভের কর্মকর্তারা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করছেন।

মোদীর সামনেই ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতাগ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে বৈঠকে বসেন দুই নেতা। ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শুল্কনীতি শিথিল করা, তাদের কাছ থেকে আরও তেল, গ্যাস এবং যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।