ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, ২০০ ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ এপ্রিল ২০২৫
বিমানবন্দরে যাত্রীদের ভিড়।

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ ভয়াবহ ধুলোঝড় হয়েছে। এতে শুক্রবার (১১ এপ্রিল) রাত থেকে প্লেন ওঠানামা ব্যাহত হয়েছে। অনেক প্লেন দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলো নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

তাছাড়া ২০০টির বেশি প্লেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি দিল্লি থেকে। বাতিলও করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি যাত্রীদের। অনেকেই আটকে পড়েছেন।

গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী ও সংলগ্ন এলাকায়। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রির গণ্ডিও পেরিয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে আচমকা ধুলোঝড় শুরু হয় দিল্লিতে। সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টি। শুক্রবার সন্ধ্যায় ফের দিল্লির বিস্তীর্ণ অংশে ধুলোঝড় হয়।

যে প্লেনগুলোর দিল্লি বিমানবন্দরে নামার কথা ছিল, তার বেশ কয়েকটি চণ্ডীগড়ে অবতরণ করেছে। রাত থেকে টানা ১২ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে আটকে আছেন যাত্রীরা।

বিমান সংস্থার পক্ষ থেকেও নির্দিষ্ট করে কোনো সময় তাদের জানানো যাচ্ছে না। ভোগান্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এক যাত্রী দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর কাছে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ জানিয়েছেন। সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও ভিডিও দেখিয়ে দাবি করেছেন তিনি।

হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে শুক্রবার রাতে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া ভবন। আপাতত দু’এক দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। বজ্রপাত নিয়েও সাবধান থাকতে বলা হয়েছে। তবে তার পর গরম আবার বৃদ্ধি পাবে। দিল্লির পাশাপাশি এই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানার বেশ কিছু অংশে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।