বন্ধুত্বের নব অধ্যায়

মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে মোদীর রাষ্ট্রীয় সফর

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৭:৫১ এএম, ২১ জুলাই ২০২৫
মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফর/ছবি-সংগৃহীত

মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত মালদ্বীপে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।

রোববার (২০ জুলাই) মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই সফরটি মালদ্বীপ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় বিশেষ তাৎপর্য বহন করছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‍উচ্চ পর্যায়ের আলোচনা

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ড. মুইজ্জুর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র নিরাপত্তা এবং পর্যটন খাত।

যৌথ প্রকল্প উদ্বোধন ও সমঝোতা স্মারক

দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেশ কয়েকটি যৌথ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে।

এছাড়াও বিভিন্ন খাতে সহযোগিতামূলক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যা দুই দেশের উন্নয়ন সহযোগিতাকে আরও বেগবান করবে।

কূটনৈতিক তাৎপর্য

প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারতের নীতির বাস্তব প্রতিফলন। মালদ্বীপের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়বে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।