অবিশ্বাস্য ঘটনা
১৮ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলো তিন বছরের শিশু
চীনের হাংঝৌ শহরে ১৮ তলা ভবন থেকে পড়েও প্রাণে বেঁচে গেছে একটি তিন বছরের শিশু। এ ঘটনার পর এলাকাবাসী ও চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে একপ্রকার ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করছেন।
ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই। ওই সময় শিশুটি তার দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল। তারা ভেবেছিলেন, শিশুটি ঘুমাচ্ছে, তাই দরজা বন্ধ করে বাইরে কিছু কাজ সারতে গিয়েছিলেন। এ সময় ঘুম ভেঙে শিশুটি বাথরুমে যায় এবং সেখানকার টয়লেটে উঠে অনিরাপদ জানালা দিয়ে নিচে পড়ে যায়।
জীবন বাঁচালো গাছ
আশ্চর্যজনকভাবে শিশুটি একটি গাছের ওপর গিয়ে পড়েছিল, এটিই তার প্রাণ বাঁচাতে মূল ভূমিকা রাখে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে ১৭ তলার একটি খোলা জানালার পাশ ঘেঁষে পড়ে এবং এরপর একটি গাছ ও ঝোপের ওপর গিয়ে পড়ে, যা তার পতনের ধাক্কা কমিয়ে দেয়।
আরও পড়ুন>>
শিশুটির বাবা ঝু বলেন, আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে সে ১৮ তলা থেকে পড়ে গেছে, যতক্ষণ না আমি সিসিটিভি ফুটেজ দেখেছি।
তিনি ধারণা করেন, শিশুটি ১৭ তলার একটি জানালায় আঘাত করেছিল, যা তার পতনের গতিপথ বদলে দেয় এবং সে সরাসরি কংক্রিটে না পড়ে গাছের ওপর গিয়ে পড়ে।
‘বাবাকে বলো বাম্বেলবি চাই’
শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার একটি হাত ভেঙেছে, পিঠে চাপ লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ আঘাত রয়েছে। তবে মাথায় কোনো আঘাত লাগেনি এবং সে সচেতন ছিল।
চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কাঁদতে কাঁদতে বলেছে, বাবাকে বলো আমি একটা বাম্বেলবি (ট্রান্সফর্মার খেলনা) চাই।
ঘটনার পর শিশুটির বাবা ওই গাছটিকে ধন্যবাদ জানিয়ে একটি লাল ফুল বেঁধে দিয়েছেন—যা চীনা সংস্কৃতিতে আনন্দ ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
এ ঘটনাটি স্থানীয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে আক্ষরিক অর্থেই ‘দ্বিতীয় জীবন পাওয়া’ বলে অভিহিত করছেন।
সূত্র: ইউএনবি
কেএএ/