দুবাইয়ে লটারি জিতে ভাগ্য খুললো প্রবাসী বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৪ আগস্ট ২০২৫
দুবাই/ ছবি: এএফপি

দুবাইয়ে টানা দ্বিতীয় মাসের মতো বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ জিতলেন একজন বাংলাদেশি প্রবাসী। ৩ আগস্ট আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৭-এর ড্রয়ে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৬৫ কোটি টাকা) জিতেছেন দুবাই প্রবাসী সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান।

তিনি ২৯ জুলাই কেনা ১৯৪৫৬০ নম্বর টিকিটের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ জেতেন।

ইউটিউবে সরাসরি বিজয়ীর নাম ঘোষণার পরপরই প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু সময়ের জন্য ড্র অনুষ্ঠান বিঘ্নিত হয়েছিল।

এদিকে, ‘ড্রিম কার কনটেস্ট’-এর পুরস্কারও জিতে নিয়েছেন আরেক বাংলাদেশি প্রবাসী। শারজাহ প্রবাসী পারভেজ হোসেন ১৩ জুলাই কেনা ০০৯৪০৯ নম্বর টিকিটের মাধ্যমে জিতেছেন একেবারে নতুন একটি রেঞ্জ রোভার ভেলার।

অন্যদিকে, পাঁচজন ভারতীয় প্রবাসী পেয়েছেন প্রতিটি ৫০ হাজার দিরহামের পুরস্কার। আবুধাবির এক ইমারাতিও পুরস্কার জিতেছেন।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।