ইরাকে আত্মঘাতি হামলায় সেনাসহ নিহত ৫৪


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

ইরাকে আনবার প্রদেশের একটি সেনা চৌকিতে আত্মঘাতি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। ইরাকি সেনাবাহিনী যখন ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তখন এ হামলার ঘটনা ঘটল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সকালে হাদিথা শহরের ওয়াদি হোরুন ব্রিজের কাছে একটি সেনা চৌকিতে আত্মঘাতি গাড়ি বোমা হামলা চালালে অন্তত সাত সেনা নিহত ও ১৩ জন আহত হয়। এছাড়া সন্ধ্যায় আল জুব্বা শহরের একটি মসজিদে দুটি আত্মঘাতি হামলার ঘটনা ঘটে।

এ সময় সেনারা সেখানে বিশ্রামে ছিলেন বলে মনে করা হচ্ছে। এতে অন্তত ১০ সেনা নিহত ও ১৩ জন আহত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইসলামিক স্টেটের অন্তত ২৪ সদস্য নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।