আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

চলতি বছরের ১ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যোগ দিতে যাচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন মঙ্গলবার রাতে সংস্থাটির ট্রিটি (চুক্তি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর এপি ও আলজাজিরার।

বিবৃতিতে মুন বলেছেন, ‘সংবিধিটি (ফিলিস্তিনের প্রেসিডেন্ট স্বাক্ষরিত) ২০১৫ সালের ১ এপ্রিল ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাস্তবায়িত হবে।’

মুন আরও বলেন, তিনি নথিগুলোর অনুসমর্থনে ‘আমানতদার’ (যার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয়) হিসেবে কাজ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।