মুম্বাই এয়ারপোর্টে হামলার হুমকি আইএসের


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

মুম্বাই বিমানবন্দরে ১০ জানুয়ারি হামলার হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। এয়ারপোর্টের দেওয়ালে নীল পেনের ঘষা কালিতে হুমকি বার্তাও লিখে রেখেছে তারা। এতে বলা হয়েছে চলতি মাসের ১০ তারিখে মুম্বাই এয়ারপোর্টে হামলা চালাবে আইএস জিহাদিরা। এই বার্তা পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা গুলি। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের দেওয়ালে এই সতর্কবার্তাটি নজরে আসার সাথে সতর্ক হয়ে গেছে পুলিশ।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। এক হাউস কিপিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কর্মকর্তারা মুম্বাই পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের আগে এই হুমকি বার্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। গোটা শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জি নিউজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।