বিশ্বে ছিন্নমূল শিশু ৫ কোটি


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বে বর্তমানে প্রায় ৫ কোটি শিশু ছিন্নমূল। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে সংঘাত, যুদ্ধ, সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ইত্যাদি কারণে বিশ্বের কয়েক কোটি শিশু গৃহহীন হতে বাধ্য হয়েছে।

বুধবার ইউনিসেফের শিশু বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। ইউনিসেফের নির্বাহী পরিচালক এনথোনি লেক এক বিবৃতিতে বলেন, তুরস্কের সাগরতীরে সিরিয়ার ছোট্ট শিশু আয়লান কুর্দির মুখ থুবড়ে পড়ে থাকার দৃশ্য এবং সিরিয়ায় ভয়াবহ হামলায় আহত আরো এক শিশু ওমরান দাকনিশের রক্তাক্ত আহত দেহ বিশ্বকে নাড়া দিয়েছি। গৃহহীন এসব শিশু জন্য পুরো বিশ্বের মানুষ আবেগাপ্লুত হয়েছে।

কিন্তু এই একটি ছেলে বা মেয়ে শিশুর রক্তাক্ত দেহের ছবি কয়েক কোটি শিশুকে উপস্থাপন করছে। শিশুরা বর্তমান বিশ্বে কতটা অনিরাপদ সেটাই এসব ছবির মাধ্যমে প্রকাশিত হচ্ছে।

ইউনিসেফের এই প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু যুদ্ধ-সংঘাতের কারণে গৃহহীন হয়েছে। এদের মধ্যে ১ কোটি শিশু বর্তমানে শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।