মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সাজা বহাল


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার আদালত তার পাঁচ বছরের কারাদন্ড বহাল রাখে। তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হয়েছিল।

এ রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আগের আদালতের দেয়া ‘পাঁচ বছরের সাজা আমরা বহাল রেখেছি।

এদিকে আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, রাজনৈতিকভাবে তাকে খাটো করতেই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।