ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে গৃহহীন ৪৩০০০ মানুষ


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে ৪৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করার পরই ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

বুধবার আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে কমপক্ষে ১শ’ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ।

প্রেসিডেন্ট জোকো উইদোদো আহতদের দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি সারিয়ে সব কিছু নতুন করে তৈরি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

ভূমিকম্পে পিডিয়ে জায়া এবং প্রতিবেশি বিরেউয়েন জেলার প্রায় ২৪৫টি বাড়ি-ঘর, দোকান এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ কম্পনে বেশ কিছু সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।