ভারতের জনপ্রিয় ওয়েবসাইটে বাংলাদেশের ‘হিরো আলম’


প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

চলতি বছরের জুনের দিকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে পরিচিতি পান ‘হিরো আলম’ নামে এক যুবক। তার আসল নাম আশরাফুল আলম।

এক সময়ে সিডি বিক্রি করে জীবিকা নির্বাহ করা আলম করেছেন কেবল নেটওয়ার্কের ব্যবসাও। তবে খ্যাতি পেয়েছেন তিনি একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হওয়ার পর।

খুব অল্প সময়ে ওই মিউজিক ভিডিওটি ভাইরাল হয়। এরপর বাংলাদেশের গণমাধ্যমগুলো এক রকমের ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে সংবাদ প্রকাশে।

তবে সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে হিরো আলমের জনপ্রিয়তার খবর। ভারতের জনপ্রিয় ওয়েবসাইট Rajnikant V/s CID Jokes তাকে নিয়ে লিখেছে।

ওই ওয়েবসাইটে হিরো আলমের পরিচয় দিয়ে লেখা হয়েছে, হিরো আলমের ফেসবুক পেজে সুন্দরী নারীদের সঙ্গে যেসব ছবি রয়েছে তা যেকোনো অবিবাহিত  ছেলেকে ঈর্শান্বিত করবে।  তার মিউজিক ভিডিওগুলোর বিষয়েও একই রকম কথা বলা হয়েছে।

ফেসবুকে ভেরিফায়েড না হলেও Rajnikant V/s CID Jokes ওয়েবসাইটের পেজের ফ্যান সংখ্যা ১ কোটি ২০ লাখের উপরে। বাংলাদেশেরও অনেকের কাছেও প্রিয় পেজটি।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।