ট্রাম্পের শপথ অনুষ্ঠানে খরচ ২০ কোটি ডলার


প্রকাশিত: ০৯:০০ এএম, ২১ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। তার এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশেই জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। শপথ অনুষ্ঠানের আগে এক ঘোষণায় ট্রাম্প বলেছিলেন, খুব খুব অসাধারণ, সুন্দর আর বিশেষ হবে তার শপথ অনুষ্ঠান। খবর সিবিএস নিউজের।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে খরচ হয়েছে ২শ’ মিলিয়ন ডলার বা ২০ কোটি ডলার। নিরাপত্তা খাত, পরিবহন এবং জরুরি পরিসেবা খাতেই সবচেয়ে বেশি অর্থ খরচ করা হয়েছে। ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামার শপথ অনুষ্ঠানে খরচ হয়েছিল ১৭০ মিলিয়ন ডলার।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জন্য ৯০ মিলিয়ন ডলার ব্যক্তিগত অনুদান সংগ্রহ করা হয়েছে। ট্রাম্পের অভিষেক কমিটি জানিয়েছে, তারা ৯০ মিলিয়ন ডলারের বেশি ব্যক্তিগত অনুদান সংগ্রহ করেছেন।

Trump
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের টিকেটও ছিল সবচেয়ে ব্যয়বহুল। সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ ছিল ক্যান্ডেল লাইট ডিনারের ওপর। ওই ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী কারেনের সঙ্গে সাক্ষাতের সুযোগ ছিল।

১৫০ ডলার থেকে শুরু হয়েছিল অভিষেক অনুষ্ঠানের গালা টিকেটের মূল্য। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাপিটল ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা, এফবিআই এবং ন্যাশনাল গার্ডের ২৮ হাজার পুরুষ এবং নারী সদস্য মোতায়েন করা হয়েছিল।  

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।