মুম্বাই হামলার আসামি লাকভি মুক্তি পাচ্ছেন


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

মুক্তি পাচ্ছেন ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাকভি। লাকভিকে আটকে রাখার বিষয়টি পাকিস্তানে লাহোর হাইকোর্টের আদেশে খারিজ করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

১৪ মার্চে লাকভিকে একমাস আটকে রাখার অধ্যাদেশ জারি করেন আদালত। লাকভি এর বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার এ অধ্যাদেশ খারিজ করে আদালত লাকভির মুক্তির আদেশ দেন। এ দিন হাইকোর্ট জানতে চান কেন লাকভিকে বিশেষ অধ্যাদেশে আটক রাখা হয়েছে।

আদালতে পাঞ্জাব সরকার জানায়, লাকভির বিরুদ্ধে গোপন সংবেদনশীল তথ্য থাকায় তাকে আটক রাখা হয়েছে। কিন্তু সে তথ্যের পরও ইসলামাবাদ হাইকোর্ট আগেই লাকভির জামিন মঞ্জুর করেন।

তাছাড়া, লাকভির বিরুদ্ধে থাকা গোয়েন্দা তথ্যও বিশ্বাসযোগ্য নয় বলে জানায় লাহোর হাইকোর্ট। তাই লাকভিকে আটকে রাখার কোনো কারণ নেই।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িত ৭ জনের মধ্যে লাকভি অন্যতম। ওই হামলায় ১৬৬ জন নিহত হন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।