অবশেষে প্রকাশ্যে এলেন রাহুল


প্রকাশিত: ০২:৫০ এএম, ১৯ এপ্রিল ২০১৫

৫৭ দিন বিশ্রামে থাকার পর অবশেষে জনসমক্ষে এলেন ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। শনিবার রাজধানী নয়াদিল্লির বাসভবনে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর এনডিটিভি।

খবরে বলা হয়, বৈঠকে অন্তত অর্ধ ডজন কৃষক সংগঠনের নেতা উপস্থিত ছিলেন। আজ (রোববার) নয়াদিল্লিতে ‘কিষাণ ক্ষেত মজদুর’ শিরোনামে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগের দিন কৃষক নেতাদের সঙ্গে ওই বৈঠক করলেন রাহুল।

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পার্লামেন্টে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যে বিল এনেছে তার প্রতিবাদে রোববার ওই সমাবেশ হবে। কংগ্রেস ওই বিলের বিরোধিতা করছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।