ইয়েমেনে বিমান হামলা বন্ধ করলো সৌদি আরব


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২২ এপ্রিল ২০১৫

ইয়েমেনে বিমান হামলা বন্ধ করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ‘রিনিউয়াল হোপ’ নামে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। খবর আলজাজিরা ও রয়টার্সের।

খবরে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে ‘ডিসিসিভ স্টোর্ম’ নামক বিমান অভিযান শুরু হয়। প্রায় একমাস জোটগতভাবে বিমান হামলা চালানোর পর গত মঙ্গলবার তা বন্ধের ঘোষণা দেয় জোটের নেতৃত্ব দানকারী সৌদি আরব।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি জানান, ইয়েমেন সরকার ও প্রেসিডেন্ট হাদির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান অভিযান বন্ধ করা হয়েছে। বিমান হামলা বন্ধ হলেও ইয়েমেনে হুথিদের আগ্রাসন প্রতিরোধে কাজ করে যাবে জোট।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’তে প্রকাশ করা এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন ডিসিসিভ স্টোর্ম` এটির লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হয়েছে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর প্রতি (হুথিদের) হুমকি বিশেষত ভারী অস্ত্রের হুমকি দূরীভূত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান হামলা বন্ধ হলেও ‘অপারেশন রিনিউয়াল হোপ’ নামে নতুন পর্বের অভিযান শুরু হবে। ইয়েমেনের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণকে রক্ষায় রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক এই তিন প্রকার প্রচেষ্টার সমন্বয়ে ওই অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, সৌদির বিমান হামলা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ-রব্বু মনসুর হাদি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার সকালে তিনি বলেন, আমি নিজের ও ইয়েমেনী জনগণের পক্ষ থেকে আরব ও মুসলিম ভাই এবং জোটভুক্ত মিত্রদের সর্বাত্মক সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ আরব গাল্ফ (উপসাগরীয়) রাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্র নিয়ে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব। চার সপ্তাহেরও বেশি সময় ধরে চালানো ওই হামলায় প্রায় ৯৪৪ জন নিহত ও ৩ হাজার ৪৮৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।