রাহুলের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টে স্থগিত


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ মে ২০১৫

কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দীপক মিশ্র ও পিসি পন্থের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। ‘মহাত্মা গান্ধীকে হত্যার জন্য আরএসএস দায়ী’ রাহুল গান্ধীর এ বক্তব্যের পর তার বিরুদ্ধে মানহানির এ মামলা করা হয়।

বেঞ্চ পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দির ম্যাজিস্ট্রেট আদালতে মামলার কার্যক্রম স্থগিত করার কথা বলেছে। এর আগে বুধবার রাহুল গান্ধী তার বিরুদ্ধে করা এ মামলাকে স্বাধীন মত প্রকাশের লঙ্ঘন উল্লেখ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। পিটিশনে রাহুল গান্ধী উল্লেখ করেন, এ মামলার মাধ্যমে তার স্বাধীন বক্তব্য ও মত প্রকাশের যে মৌলিক অধিকার তার ওপর অকারণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভিওয়ানদি আদালত ২০১৪ সালে ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে সমন জারির পর তিনি এ পিটিশন দায়ের করেন।

‘মহাত্মা গান্ধীকে হত্যার জন্য আরএসএস দায়ী’ রাহুলের এ মন্তব্যের পরই আদালত তার বিরুদ্ধে সমন জারি করে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।