পশ্চিমবঙ্গে তাপদাহে নিহত ৯


প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৩ মে ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গে প্রচন্ড তাপদাহে গত দুই দিনে নয় জনের প্রাণহানি ঘটেছে। গত চার দিন ধরে প্রচন্ড তাপদাহ অব্যাহত রয়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই, বরং তাপদাহ আরো বাড়তে পারে বলে আশংকা করছে দিশটির আবহাওয়া দপ্তর।

জানা যায়, কলকাতাসহ দক্ষিণবঙ্গে যেমন গরম বাড়বে, তেমনি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। প্রচন্ড গরমে গত শুক্রবার পর্যন্ত রাজ্যে ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার সকালে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে রাজ্যে মোট ৯ জন প্রাণ হারালো।

শনিবার সকালে একটি সেতুর ওপর একটি ট্যাক্সিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে দেখে ট্যাক্সির মধ্যেই জ্ঞান হারিয়ে চালক পড়ে রয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিসৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রচন্ড গরমে সেতুর ওপরই অসুস্থ হয়ে পড়ায় ট্যাক্সি থামিয়ে দেন চালক। পরে গাড়ির ভিতরেই মারা যান তিনি। এই নিয়ে দু`দিনে দুই ট্যাক্সিচালকের মৃত্যু হলো।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, রাজ্যে তাপমাত্রা আরো বাড়ার আশংকা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা মে মাস জুড়েই এমন অসহনীয় তাপদাহ চলতে পারে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।