নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:২০ এএম, ১৬ জুলাই ২০১৫

নওগাঁর রাণীনগরে জান্নাতুন নাইম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রাণীনগর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার দাদন হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি জাহেরা বেওয়া পলাতক রয়েছেন।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (তদন্ত ওসি) মো. জামান জানান, তিন বছর আগে একই উপজেলার চকমনো গ্রামের কারিগরপাড়ার মৃত তালেব হোসেনের ছেলে আলমগীর হোসেনের সাথে জান্নাতুন নাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়।

বুধবার রাত ১১টার দিকে পারিবারিক কলহ দেখা দিলে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি জাহেরা বেওয়া জান্নাতুন নাইমকে পিটিয়ে হত্যা করে। পরে নিজ শয়ন ঘরের তীরের সাথে জান্নাতুন নাইমকে ঝুলিয়ে রেখে ঘরের দরজায় তালা লাগিয়ে রাতেই পালিয়ে যায় স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি। সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহতের গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।