ভিয়েতনামে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৬


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৭ জুলাই ২০১৪

ভিয়েতনামে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের প্রাণহানি ও ৫ জন আহত হয়েছে। সোমবার ভোরে রাজধানী হ্যানয়ে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, থাচ থাত এলাকায় রাশিয়া নির্মিত এমআই-১৭১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি নগরীর পশ্চিমে অবস্থিত একটি গ্রামীণ এলাকা। পুলিশ ও দমকল কর্মীরা স্থানটিকে ঘিরে রেখেছে। স্থানীয় হাসপাতালের কাছে স্থানীয়রা জড়ো হয়েছে।

সেনাবাহিনীর উপ-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভো ভ্যান তুয়ান বলেন, বিমানটিতে ২১ আরোহী ছিল এবং একটি প্যারাশ্যুট প্রশিক্ষণের সময় এটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই সামরিক বাহিনীর সদস্য।

তিনি আরও জানান, আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে যে কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আবহওয়ার ভাল ছিল এবং আমি বলতে পারি যে এটা নাশকতার ঘটনা নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।