মালয়েশিয়ায় আরও ১১০ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৯ মার্চ ২০২০

মালয়েশিয়ার নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটি এখন মহামারি করোনাভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা ৯০০। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। খবর স্টার অনলাইনের।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা. আধাম বাবা এই তথ্য দিয়ে আরও বলেছেন যে, নতুন করে যে ১১০ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৩ জন দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জামেক পেতালিং মসজিদে এক তাবলীগ জমায়েতের সঙ্গে সংশ্লিষ্ট। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ও জমায়েত হয়।

এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাতে চাই আক্রান্তের নতুন করে ১৫ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৭৫ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হলেন। এছাড়া আক্রান্ত ২০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দেশটিতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের বড় ক্লাস্টার হয়ে দাঁড়িয়েছে পেতালিংয়ের ওই তাবলাগী জমায়েত। সেখানে বিশ্বের নানা দেশের মানুষ অংশ নিয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী, দেশটির করোনা আক্রান্ত ৯০০ রোগীর মধ্যে ৫৭৬ জন তাবলীগের ওই জমায়েত সংশ্লিষ্ট। তবে আজ নতুন মৃত্যু নেই।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।