জুলাইয়ের শুরুতেই ফ্লাইট চালুর আশা ইন্টারন্যাশনাল এয়ারের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৭ মে ২০২০

করোনাভাইরাস মহামারির প্রকোপ কমলে আগামী জুলাই মাসের শুরুর দিকেই বিমান চলাচল ফের চালুর পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (আইএজি)। এ সংস্থার মালিকানাতেই পরিচালিত হয় ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ), আয়ার লিঙ্গস ও ইবেরিয়ার মতো জনপ্রিয় এয়ারলাইনগুলো।

আইএজির প্রধান নির্বাহী উইলি ওয়ালশ বলেন, ‘নতুন এই পরিবেশে আমাদের গ্রাহক ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে (বিমান) পরিচালনার নিয়ম সংশোধন করা হবে।’

তবে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে এখনও দুশ্চিন্তায় রয়েছেন আইএজি প্রধান। বলেছেন, ‘আমরা ২০২০ সালের জুলাইতে অর্থবহভাবে পরিষেবায় ফেরার চিন্তা করছি, তবে সেটি নির্ভর করছে লকডাউন শিথিল হওয়া ও বিশ্বজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর।’

আইএজি জানিয়েছে, করোনা মহামারির কারণে তাদের গ্রাহক ব্যাপক হারে কমে গেছে। ফলে সংস্থাটির প্রায় ৯৪ শতাংশ বিমানই অচল বসিয়ে রাখা হয়েছে। লকডাউন শিথিলের পর ফ্লাইট চালু করলেও অন্তত ২০২৩ সালের আগে চাহিদা স্বাভাবিক হবে না বলেও মনে করছে সংস্থাটি। ২০২০ সালে বিমানগুলোতে ধারণক্ষমতার মাত্র অর্ধেক যাত্রী পাওয়া যেতে পারে বলেও জানিয়েছে তারা।

সূত্র: বিবিসি

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।