করোনায় ব্রাজিলের প্রেসিডেন্টের দাদি শাশুড়ির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ এএম, ১৩ আগস্ট ২০২০

করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। এদিকে, বুধবার রাতে দেশটির ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর দাদির মৃত্যু হয়েছে। খবর সিএনএন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল ডিস্ট্রিক্ট হেলথ সেক্রেটারির কার্যালয়। এটাই প্রেসিডেন্টের কোনো স্বজনের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা।

ফার্স্ট লেডির দাদি মারিয়া অ্যাপারেসিডা ফিরমো ফেরেইরা (৮০) দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ব্রাসিলিয়ায় প্রায় ৪২ দিন ধরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এক মাসেরও বেশি সময় আগে সেইলান্ডিয়া রিজিওনাল হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই এতদিন ধরে তার চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত করোনার কাছে হার মানতে হয়েছে।

তবে তার মৃত্যুর বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো বা প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দু'জনেই করোনায় আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ব্রাজিলের বেশ কয়েকজন মন্ত্রীও সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনা শনাক্ত হলেও ব্রাজিলে অনেক পরে এই ভাইরাস হানা দেয়। কিন্তু বোলসোনারো সরকারের অদক্ষতা এবং যথাযথ পদক্ষেপের অভাবে দেশটিতে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।