ট্রাম্পের আরোগ্য কামনায় পুতিন-মোদি-ইমরানসহ বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৩ অক্টোবর ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মৃদু উপসর্গ দেখা দেয়ায় ইতোমধ্যেই মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানসহ বহু দেশের সরকারপ্রধানরা।

রাশিয়ার প্রেসিডেন্ট
ট্রাম্পকে পাঠানো এক বার্তায় তিনি ও তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা এবং এমন কঠিন সময়ে যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন. ‘আমি নিশ্চিত আপনার সহজাত প্রাণশক্তি, চমৎকার ইচ্ছাশক্তি এবং আশাবাদী মনোভাব এই বিপজ্জনক ভাইরাস মোকাবিলায় সাহায্য করবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী
করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আইসিইউতে কাটানোয় এই রোগের যন্ত্রণা ভালোই বোঝেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। টুইটারে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির জন্য আমার শুভকামনা। করোনাভাইরাস থেকে তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’

জার্মান চ্যান্সেলর
এক টুইটে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, ‘ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের জন্য আমার সর্বোত্তম শুভকামনা। আশা করি আপনারা করোনা সংক্রমণ দ্রুত কাটিয়ে উঠবেন এবং আবারও পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘লাখ লাখ ইসরায়েলির মতো সারা (নেতানিয়াহুর স্ত্রী) ও আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিষয়ে ভাবছি এবং আমাদের বন্ধুদের দ্রুত পূর্ণ সুস্থতা আশা করছি।’

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন টুইটারে লিখেছেন, ‘দক্ষিণ কোরিয়ার জনগণের পাশাপাশি ফার্স্ট লেডি ও আমি আপনি এবং আপনার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আপনার পরিবার এবং আমেরিকান জনগণের জন্য সান্ত্বনা ও উৎসাহবাণী ছড়িয়ে দিতে চাই।’

তুরস্কের প্রেসিডেন্ট
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ও মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি দৃঢ়ভাবে আশা করি, তারা কোয়ারেন্টাইনের সময়টুকু কোনও সমস্যা ছাড়াই পার হয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবেন।’

ভারতের প্রধানমন্ত্রী
ট্রাম্পের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে বলেছেন, ‘আমার বন্ধু ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য আশা করছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, ‘কোভিড-১৯ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা করছি।’

এছাড়াও ট্রাম্প ও ট্রাম্পপত্নীর সুস্থ কামনা করে বার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউস্যেপ কোত, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাস আল-সিসি, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল প্রমুখ।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।