আগামী মাসেই যুক্তরাষ্ট্রে তৃতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

ফাইজার/বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের পর করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন আগামী মাসেই আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক উর্ধ্বতন কর্মকর্তা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সহকারী সচিব অ্যাডমিরাল ব্রেট গিরয়ার বলেছেন, জনসন অ্যান্ড জনসন ও জ্যানসেনের তৈরি ভ্যাকসিনটির ডেটা এখনও প্রকাশিত হয়নি। তবে অনুমোদন পেলে এটিই হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় করোনা ভ্যাকসিন।

গত ১৮ ডিসেম্বর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর আগে গত সপ্তাহে মঙ্গলবার এফডিএ’র বিজ্ঞানীরা মডার্নার ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। ভ্যাকসিন সম্পর্কে এফডিএ জানায়, এর ব্যবহারে কোনো উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এফডিএ আরও জানায়, ৩০ হাজার ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে মডার্নার ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকারী বলে দেখা গেছে। গত ১১ ডিসেম্বর ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন হিসেবে অনুমোদন পায়। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজারের অনুমোদন দেয়ার পরপরই যুক্তরাষ্ট্রও অনুমোদন দেয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার টেলিভিশনে সরাসরি ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু হয়ে গেছে। পাশাপাশি মডার্নার ভ্যাকসিনও বিতরণের জন্য পরিবহন শুরু করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

এমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।