সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৮ মার্চ ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৮ মার্চ ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মোদির ঢাকা সফরের আগে তিস্তা ইস্যুতে বিতর্ক ফের উসকে দিলেন মমতা
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা সফরে আসার কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ সফরের দিনক্ষণও প্রায় চূড়ান্ত বলা যায়। এর মধ্যেই তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ডয়েচে ভেলের।

গত রোববার শিলিগুড়িতে এক নির্বাচনী সমাবেশে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গে তিস্তার পানি যথেষ্ট পরিমাণে থাকলে তবেই আমরা ভাগাভাগিতে রাজি হবো।

ব্রিটিশ রাজপরিবারেও বর্ণবাদ, মুখ খুললেন মেগান
ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী আচরণ নিয়ে মুখ খুলেছেন ডাচেস অব সাসেক্স ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। তিনি বলেছেন, তার অনাগত সন্তানের গায়ের রঙ নিয়ে রাজপরিবার উদ্বিগ্ন ছিল এবং এ ঘটনা দিয়েই বোঝা যায় কেন তার ছেলেকে প্রিন্স উপাধি দেওয়া হয়নি।

অপরাহ উইনফ্রের উপস্থাপনায় মার্কিন টেলিভিশন সিবিএসের টক শোতে হাজির হয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান। সেখানেই এসব কথা বলেছেন তিনি।

সুইজারল্যান্ডে মুখঢাকা পোশাক নিষিদ্ধ
সুইজারল্যান্ডে গণভোটে মুখঢাকা পোশাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম নারীদের বোরকা ও নেকাব। ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি) গণভোটের বিষয়টি সামনে আনলে রোববার ৫১ দশমিক ২ শতাংশ মানুষ এর পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন ৪৮ দশমিক ৮ শতাংশ মানুষ। খবর বিবিসির।

এই প্রস্তাবের ফলে কোনো ব্যক্তি জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্তোঁরা, স্টেডিয়াম, গণপরিবহণ এমনকি রাস্তায় হাঁটার সময়ও মুখঢাকা পোশাক পরা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ করোনা থেকে রক্ষায় মাস্ক পরতে কোনো সমস্যা নেই। তবে ধর্মীয় উপাসনালয়ে এই নিয়মের ছাড় দেওয়া হবে।

গিনিতে ডায়নামাইট বিস্ফোরণে নিহত ১৭, আহত চার শতাধিক
ইকুয়েটোরিয়াল গিনিতে সেনা ব্যারাকের কাছে ভয়াবহ ডায়নামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২০ জন। রোববার দেশটির বাটা শহরের কাছে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও বিবিসির।

দুর্ঘটনার পর গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নিগমা এমবাছোগো প্রেসিডেন্ট বলেছেন, ডায়নামাইট সংরক্ষণাগারে অবহেলার কারণেই ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইয়েমেনে অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮, আহত ১৭০
ইয়েমেনের রাজধানী সানায় একটি অভিবাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

গত রোববারের এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীও রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ও তার স্ত্রী করোনা পজিটিভ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ। সোমবার সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (সিরিয়ান আরব নিউজ এজেন্সি) জানিয়েছে, সিরীয় প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি দুজনের শরীরেই মৃদু উপসর্গ ছিল। পরে তাদের পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

মিয়ানমারে আরও দুই বিক্ষোভকারী নিহত
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মিতকিনা শহরে সোমবার পুলিশের গুলিতে আরও দু’জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে। ফেসবুকে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা গেছে, দু’জনের মরদেহ রাস্তায় পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাদের ওপর টিয়ারগ্যাস এবং গুলি ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশের গুলিতে হতাহত হন।

সৌদিতে হামলার পর বেড়েছে তেলের দাম
সৌদি আরবের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম উঠেছে ব্যারেলপ্রতি ৭০ ডলারের ওপর। আর যুক্তরাষ্ট্রের তেলের দাম উঠেছে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

এশীয় বাণিজ্যে সোমবার দিনের প্রথমভাগে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৩৮ ডলারে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

দুতের্তের নির্দেশের পর ৯ কমিউনিস্ট কর্মীকে হত্যা
ফিলিপাইনের উত্তরাঞ্চলে পুলিশের সাম্প্রতিক ধরপাকড়ে অন্তত নয় আন্দোলনকর্মী নিহত হয়েছেন। মাত্র দু’দিন আগেই দেশের সব কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যা’ এবং ‘নিঃশেষ’ করে দিতে সরকারি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ওইসব ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলোর। তাদের মধ্যে ক্যাভিট প্রদেশের শ্রমিক নেতা এমানুয়েল অ্যাসানসিওনও রয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে মৎস্যজীবীদের সংগঠন পামালাকায়া।

করোনার কারণে ১ কোটি মেয়ের বাল্যবিয়ের ঝুঁকি বেড়েছে: ইউনিসেফ
সাম্প্রতিক বছরগুলোতে অনেকটা উন্নতি সত্ত্বেও চলতি দশক শেষ হওয়ার আগেই অন্তত ১০ কোটি মেয়ে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করেছিল ইউনিসেফ। তবে করোনাভাইরাস মহামারির কারণে আরও এক কোটি শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি।

সোমবার আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফ প্রকাশিত ‘কোভিড-১৯: বাল্যবিয়ের বিরুদ্ধে অগ্রগতির জন্য হুমকি’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে বাল্যবিয়ে কমানোয় বহু বছরের অগ্রগতি হুমকির মুখে পড়েছে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।