ইসরায়েল যা করছে তা মেনে নেয়া যায় না : আইরিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ এএম, ১৬ মে ২০২১

গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সায়মন কভেনি বলেছেন, ‘এটা মেনে নেয়া যায় না।’

শনিবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলি গুলিতে সোমবার থেকে ৩২ শিশু মারা গেছে যা মোট মৃতের প্রায় চার ভাগের এক ভাগ। এটি মেনে নেয়া যায় না। সংঘাত চলাকালে শিশুদের রক্ষা করতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু তারা তা করছে না। আয়ারল্যান্ড আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে জোর দিয়ে কথা বলবে।’

আয়ারল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ২০২২ সাল পর্যন্ত তাদের সদস্য পদ থাকবে। নিরাপত্তা পরিষদ রোববার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ১০ মে থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৯ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৯৫০ জন।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।