ভারতে শনাক্ত-মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ৩০ আগস্ট ২০২১
ছবি : সংগৃহীত

অডিও শুনুন

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে নামছেই না। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। তবে তা আগের দিন রোববারের চেয়ে দুই হাজারের মতো কম। দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার ৯৩৯ জন।

সোমবার (৩০ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যুও কিছুটা কমেছে। এসময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১০ জনে।

আক্রান্ত ও মৃত্যু কমলেও গত কয়েক দিনের মতো সবশেষ ২৪ ঘণ্টায়ও সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে ৭ হাজার ৭৬৬ জন। গত আগস্ট মাসে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২০ হাজারের কম। তবে গত ক’দিন ধরে তা আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার ৩২৪ জনে।

ভারতে বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ চলছে দেশটির দক্ষিণের রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ২৯ হাজার ৮৩৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা মহারাষ্ট্রে এ সংখ্যা ৪ হাজার ৬৬৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৫৫৭ জন, তামিলনাড়ুতে ১ হাজার ৫৩৮ জন, কর্নাটকে ১ হাজার ২৬২ জন, ওড়িশায় ৮৪৯ জন এবং পশ্চিমবঙ্গ রাজ্যে ৬৫০ জন আক্রান্ত হয়েছেন। অন্য রাজগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নিচে রয়েছে। যদিও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যের সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।