করোনার বিধিনিষেধ তুলে নিলো পশ্চিমবঙ্গ

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ এএম, ০১ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। প্রায় দু-বছর ধরে করোনার যেসব বিধিনিষেধ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। তবে স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পরার যে নির্দেশিকা ছিল, তা বলবৎ থাকছে।

ভারতের এই রাজ্য সচিবালয় থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের বিধিনিষেধ শুক্রবার থেকে আর বলবৎ হবে না।

২০২০ সালের ২২ মার্চ পশ্চিমবঙ্গে করোনার জন্য লকডাউন শুরু হয় এবং সে সময় থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা চালু হয়েছিল।

দীর্ঘদিন ধরে চলে আসা এই নির্দেশিকা উঠে যাওয়ায় সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচলেন।

তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এই দুই বছরের ঘাটতি মেটাতে তাদের আরও চার বছর সময় লাগবে।

সাধারণ মানুষকে করোনার নির্দেশিকা উঠে যাওয়া নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, রাজ্য সরকারের যে নির্দেশিকা তা অনেকেই মানতেন না। যদি মানতেন তবে অনেক আগেই করোনা দূর হয়ে যেত। আবার অনেকে মনে করছেন এই নির্দেশিকা উঠে যাওয়ায় সাধারণ মানুষের উপকার হবে।

এরই মধ্যে স্কুল, কলেজ খুলে দিয়েছে রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বড়দের ক্লাস শুরু হলেও ছোটদের স্কুল বন্ধ ছিল। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে আগামীকাল থেকে সবকিছুই স্বাভাবিকভাবে চলবে বলে মনে করছেন প্রাইমারি ও লোয়ার কেজি ছাত্র-ছাত্রীদের এক অভিভাবক।

তিনি বলেন, আগামীকাল থেকে শিশুরা খানিকটা প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। এতদিন তারা ঘরে বদ্ধ হয়ে অনলাইনে ক্লাস করছিল। এখন স্কুলে যেয়ে ক্লাস করবে। বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশতে পারবে। ধীরে ধীরে শিশুরা স্বাভাবিক হয়ে উঠবে।

 এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।