সৌরভের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৫ মে ২০২২
ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তার সঙ্গে রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সংসদ সদস্য স্বপন দাশগুপ্তেরও যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সৌরভের বাড়িতে যাবেন তারা। বৃহস্পতিবার বিজেপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজেপির একটি সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়।

এরই মধ্যে অমিত শাহ পশ্চিমবঙ্গে পৌঁছে গেছেন। বিধানসভা নির্বাচনে ভরাডুবি পর এটিই পশ্চিমবঙ্গে তার প্রথম সফর।

বৃহস্পতিবার সকালে তিনি দমদম বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি হিঙ্গলগঞ্জে যান। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।