আমিরাতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৪ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শত শত আফগান শরণার্থীরা বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ চলমান পুনর্বাসন প্রক্রিয়া অস্পষ্ট ও ধীর। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে হঠাৎ করে ক্ষমতা দখল করে তালেবান। তারপর দেশটির অনেক নাগরিককে উদ্ধার করে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হয়। বুধবার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগান শরণার্থীরা সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছে। আবু ধাবির যেখানে তারা থাকছে সেখানে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

প্রতিবেদনে বলা হয়, শত শত আফগান নাগরিকরা সেখানে অস্থায়ী হাউজিংয়ে বসবাস করছে। মূলত যুক্তরাষ্ট্র বা অন্যকোনো দেশে স্থায়ী হওয়ার জন্য তারা অপেক্ষা করছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান বলেন, প্রায় এক বছর ধরে আমারা এখানের ক্যাম্পে থাকছি, যা আধুনিক কারাগারের মতো। কেউ বাইরে যেতে পারে না। তাছাড়া কবে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে তাও জানানো হচ্ছে না।

প্রকাশিত ছবি-ভিডিওতে শিশু ও প্রাপ্তবয়স্কদের এমিরেটস হিউম্যানিটারিয়ান সিটি নামে পরিচিত স্থানটিতে প্রতিবাদ করতে দেখা গেছে। এক তরুণের হাতে থাকা ব্যানারে ‘এক বছরই যথেষ্ট’ লেখা স্লোগানও গেছে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।