ধারাভাষ্যকার হাথুরুসিংহে


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

যুব বিশ্বকাপে বাংলাদেশ-নেপাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে নতুন রুপে দেখা দেখা গেল মাশরাফি-সাকিবদের গুরু হাথুরুসিংহেকে। কমেন্ট্রি বক্সে বসে অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে ধারাভাষ্যও দিলেন টাইগার এই কোচ।  

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে মিরপুরে। হাথুরুসিংহ সকালেই মাঠে চলে আসেন। তারপর ঘুরতে ঘুরতে কমেন্ট্রি বক্সে। অন্য ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রায় মিনিট ৩০ কথা বলতে শোনা যায় তাকে। মাশরাফিদের বর্তমান সাফল্য, ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যেয়ে এই শ্রীলঙ্কান বলেন, ‘যুব দল থেকে ভবিষ্যতে বেশ ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে বলে আমার মনে হয়। এখানে অনূর্ধ্ব-২৪/২৫ পর্যায়েও প্রচুর ভালো মানের ছেলেরা আছে।’

প্রথমবারের মতো যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে নেপালের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

এমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।