হায়দরাবাদে মুস্তাফিজের সঙ্গে খেলবেন যারা


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

শেষ হয়েছে ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলাম। এবারের আইপিএলে যোগ হয়েছে নতুন দুই দল। আইপিএলের এবারের আসরে সবাই নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে টেনেছে। কিন্তু এবার নিলামে বড় নামের পিছনে না ছুটে উঠতি ক্রিকেটার এবং বোলারদের তুলে নিয়েছে টিমগুলো। জনপ্রিয় এই ক্রিকেট লিগে ১ কোটি ৪০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা) সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখান টাইগার বোলার মুস্তাফিজ। এবার এক নজরে দেখে নেওয়া যাক যাদের সতীর্থ হিসেবে আইপিএলে পাচ্ছেন মুস্তাফিজ।

সানরাইজার্স হায়দরাবাদ :
শিখর ধাওয়ান (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেনে উইলিয়ামসন, ইয়ন মরগ্যান, যুবরাজ সিং, দীপক হুদা, নোমান ওঝা, বেন কাটিং, মইসেস হেনরিক্স, ট্রেন্ট বোল্ট, মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, কর্ণ শর্মা, আশিষ নেহরা, অভিমান্নু মিথুন, সিদ্ধার্থ কুল, আদিত্য তারে, বিপুল শর্মা, পারভেজ রাসেল, আশিশ রেড্ডি, রাহুল, বিজয় শংকর, দীপক হুদা, বারিন্দর চরণ, মোইশেশ, রিকি ভুই।


এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।