সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ অক্টোবর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩
ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। রাশিয়ার তদন্তকারী কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে সেতুর যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানের একটি গাড়ির যাত্রী ছিল নিহতরা। একজন নারী ও একজন পুরুষের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে। এখন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক। এতে হোয়াইট হাউজ ও সৌদি রাজপরিবারে মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়েছে। যদিও কয়েক বছর ধরেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। এক সময়ে মধ্যেপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু ছিল সৌদি আরব, যা বিভিন্ন সময়ে দুই দেশের কর্মকর্তাদের দেওয়া বক্তব্যে স্পষ্ট হয়েছে।
হংকংয়ে আরও ৫ গণতন্ত্রপন্থি কর্মীর সাজা
হংকংয়ে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী পাঁচজনকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা আদালতের বিচারক কোক ওয়াই-কিন শনিবার (৮ অক্টোবর) অভিযুক্ত ওই পাঁচজনকে একটি প্রশিক্ষণ কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের তিন বছর পর্যন্ত বৃত্তিমূলক ও উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে। অপর দুইজনের সাজা স্থগিত করা হয়েছে।
আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭
আয়ারল্যান্ডের কাউন্টি দোনেগালের একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়া আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্দার দ্বারপ্রান্তে বিশ্ব, জাতিসংঘের সতর্কতা
বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে এবার সতর্কবার্তা উচ্চারণ করলো জাতিসংঘ। জাতিসংঘ বলছে, বিশ্ব ‘মন্দার দ্বারপ্রান্তে’ এবং এশিয়ার উন্নয়নশীল দেশগুলো মন্দার ক্ষতির সম্মুখীন হতে পারে।
বাণিজ্য ও উন্নয়নবিষয়ক জাতিসংঘ সম্মেলন (আঙ্কটাড) গত সোমবার বলেছে যে উন্নত অর্থনীতির দেশগুলোর মুদ্রা ও রাজস্ব নীতি, সুদের হার বৃদ্ধিসহ নানাবিধ কারণ বিশ্বকে একটি বৈশ্বিক মন্দা ও স্থবিরতার দিকে ঠেলে দিতে পারে।
শরণার্থী সংকটে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
শরণার্থী সংকটের জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামস এ ঘোষণা দেন। তিনি বলেছেন, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে সম্প্রতি ১৭ হাজার আশ্রয়প্রার্থী শহরে প্রবেশ করেছেন। এতে শহরটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আদেশের অংশ হিসাবে, মেয়র অ্যাডামস সব সংশ্লিষ্ট সংস্থাকে সহায়তা প্রদানের জন্য মানবিক ত্রাণ কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন।
মহারাষ্ট্রে বাসে আগুনে ১১ যাত্রীর প্রাণহানি
ভারতের মহারাষ্ট্রের নাসিকে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৮ অক্টোবর) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে। দুর্ঘটনার পরপরই আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
৫১৬ কোটি টাকায় বিক্রি হলো গোলাপি হীরা
হংকংয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্বরেকর্ড গড়া দামে বিক্রি হলো বিরল গোলাপি রঙের একটি হীরা। এদিন ১১ দশমিক ১৫ ক্যারেটের হীরাটির দাম উঠেছে ৪ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫১৬ কোটি টাকার বেশি। শুক্রবার (৭ অক্টোবর) এ নিলাম পরিচালনা করে সোথবি’স হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিংক স্টার নামের হীরাটি ২ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি।
পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন। পুরো বিশ্বের এখনই সময় তাদের পারমাণবিক হুমকি বন্ধে ব্যবস্থা নেওয়া। শুক্রবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। যদিও রাশিয়া এ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে বিশ্বাস করেন না তিনি।
নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু
নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্র সৈকতে আটকা পড়ে প্রায় ২৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের কনজার্ভেশন বিভাগ জানিয়েছে, পাইলট তিমি মূলত ডলফিন পরিবারেরই সদস্য। শুক্রবার (৭ অক্টোবর) তিমিগুলো দ্বিপটির উত্তরপশ্চিম দিকে আটকা পড়ে।
এমএসএম/জেআইএম