করোনায় আরও ১১৮১ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৪ অক্টোবর ২০২২
সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৯৪৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৭৩ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৮ হাজার ১৩৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৮৯ লাখ ১৪৯৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৫৯৯ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৪৬ জন। এটিই বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ৯৪৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৮৯ হাজার ৯১৬ জন।

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে, ১ লাখ ১৪ হাজার ১৯৮ জনের। দেশটিতে এ সময়ে মৃত্যু হয়েছে ১৬৫ জনের।

এ সময়ে ব্রাজিলে মারা গেছেন ৪৪ জন, ইতালিতে ৬৬ জন, অস্ট্রেলিয়ায় ১০ জন, ফ্রান্সে ৬২ জন, রাশিয়ায় ১০১ জন এবং জাপানে মারা গেছেন ৭৮ জন।

এ সময়ে বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।