যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন ইরানের নারী সাংবাদিক


প্রকাশিত: ০৭:৫২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ইরানের একটি টেলিভিশন স্টেশনে যৌন হয়রানির বিরুদ্ধে একজন সংবাদ পাঠিকা মুখ খোলার পর আরো অনেকেই প্রকাশ্যে এগিয়ে এসেছেন। রক্ষণশীল দেশটিতে এই সমস্যা প্রকট এবং পুরনো হলেও, সাধারণত কেউ প্রকাশ করতে চান না।

তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির ইংরেজি ভাষার সংবাদ পাঠিকা শিইনা শিরানি সম্প্রতি অভিযোগ করেন, দুজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাকে যৌন হয়রানি করেছেন। তাকে হয়রানি করার একটি টেলিফোন কথোপকথনও তিনি ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে যে কণ্ঠশোনা যাচ্ছে তা তার বস হামিদ রেজা ইমাদির কণ্ঠ বলেই ধারণা করা হচ্ছে। সেখানে তিনি বার বার তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দিচ্ছিলেন।

তার এই অডিওটি ১ লাখ ২০ হাজার বারের বেশি শোনা হয়েছে। তাদের ম্যাসেঞ্জার চ্যাটিং এর স্ত্রীনশটও অনলাইনে তুলে দেয়া হয়েছে। এ ঘটনার পর প্রেস টিভি জানিয়েছে,ওই দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে। যদিও ওই কর্মকর্তাদের নাম তারা প্রকাশ করেনি।

যদিও প্রেস টিভি বলছে, শিইনা শিরানির অভিযোগটি সন্দেহজনক, কারণ তিনি কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ বা আনুষ্ঠানিক অভিযোগ করেননি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে তাদের ধারণা।

তবে শিইনা শিরানি বলছেন, ইরানের মতো সমাজে যৌন হয়রানির শিকার হওয়ার পরও তার অভিযোগ করার মতো কোন জায়গা ছিল না। কারণ যাদের কাছে তিনি যেতে পারতেন, তাদের কাছেই তিনি হয়রানির শিকার হয়েছেন। তার এই ঘটনা ইরানের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টি সামনে নিয়ে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে সমর্থন দিচ্ছেন।

একজন নারী লিখেছেন, তাঁর মতো ঘটনা আমার জীবনেও ঘটেছে। আমি কেঁদেছি, কিন্তু আমার যাবার মতো কোন জায়গা ছিল না। আরেকজন লিখেছেন, আমি একটি সরকারি মন্ত্রণালয়ের কর্মী হওয়ার পরও শিইনার মতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।